ফরিদপুর জেলা ভাংগা উপজেলা পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের গত শুক্রবার রাতে আঃ রাজ্জাক মোল্লার(২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয় জনতা। সে ঐ গ্রামের মৃত ছামির মোল্লার পুত্র।
মৃত রাজ্জাক মোল্লার ভাই ছরোয়ার মোল্লা জানায় আমার ভাই একজন নির্মান শ্রমিক ছোট ভাইয়ের সাথে পরিবারের কারো ঝগড়া বা মোন মালিন্য ছিল না গত কাল রাত ০৮.০০ ঘটিকার দিকে আমার মা তাহার ঘরের মধ্যে গেলে ঘরের আড়ার সাথে তাকে ঝুলন্ত দেখতে পায়। পরে স্থানীয় লোকজন রাজ্জাক মোল্লাকে ভাংগা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
ভাংগা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লা জানায় খবর পেয়ে লাশটি উদ্ধার করি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ময়না তদন্তের জন্য লাশটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।