ভাঙ্গায় বিভিন্ন আয়জনের মধ্যে দিয়ে জন্মাষ্টমী উদযাপন।

ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা বাজার কালিবাড়ি মন্দিরে বিভিন্ন আয়জনের মধ্যে দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সকাল থেকে আশেপাশের কয়েকটি উপজেলা হতে সনাতন ধর্মের লোকজন আসতে থাকে। এ সময় মনে হয়েছে ভাঙ্গা বাজার কালিবাড়ি মন্দিরে যেন মানুষের ঢল নেমেছে। দুপুর ১.৩০ টার দিকে বিশাল মিছিল (র‌্যালী) বের হয়। নানা ঢঙে নানা রঙের পোশাক পরে তারা মিছিলে অংশ নেয়। মিছিল কারীদের মুখে একটাই শ্লোগান ছিল জয় শ্রীকৃষ্ণ , জয় শ্রীকৃষ্ণ। মিছিলটি উদ্ধোধন করেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। উপস্থিত সকলের উদ্দেশ্যে এমপি নিক্সন বলেন আমাদের সবাইকে সাম্প্রদায়ীকতার উর্ধে উঠে পরস্পর সহ মর্মিতা বজায় রাখতে হবে। ভাঙ্গার উন্নয়নে আমরা সব ধর্মের মানুষ কাধে কাধ মিলিয়ে কাজ করব , তবেই জন্মাষ্টমী পালন সার্থক হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এ্যাপোলো নওরোজ , আমিনুল ইসলাম , জগদীস চন্দ্র মালো, প্রমুখ।

Comments (0)
Add Comment