ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম মাহমুদা জেনারেল হাসপাতাল থেকে মনোরঞ্জন কুমার নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মোঃ রইসউদ্দিনের নেতৃত্বে একদল র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বাড়ি পার্শ্ববর্তী সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের নগেন চন্দ্র মন্ডলের পুত্র। পরে ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভারপ্রপ্ত)প্রনব কুমার ঘোষ উক্ত ভুয়া ডাক্তারকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এসময়ে উক্ত হাসপাতালের মালিক মাহমুদা বেগমকেও ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ভুয়া ডাক্তার মনোরঞ্জন টাকা পরিশোধ করে মুক্তি পান।