ফরিদপুরের ভাঙ্গায় স্টারজলসায় কেড়ে নিল মৌমিতা (১৪) নামের ৮ম শ্রেনীর ছাত্রী জীবন। ঘটনাটি ঘটে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে। শনিবার রাতে ভারতীয় চ্যানেলের স্টারজলসা নাটক দেখা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে গলায় উরনা পেচিয়ে আত্বহত্যা করে। রবিবার সকালে পুলিশ মৌমিতার লাশ উদ্ধার করে। প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছে।
এলাকাবাসী জানায়,মৌমিতা খামিনারবাগ গ্রামের কৃষক মোশারেফ শেখের কন্যা, সে ঘারুয়া এমএ ওয়াজেদ নি¤œ মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার রাতে মৌমিতা মায়ের অবাধ্যে অন্যের বাড়ী গিয়ে স্টারজলসা নাটক দেখতে যায়। মা ফেরদৌসি বেগম মেয়ের উপর রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। মৌমিতা অনুষ্ঠান দেখে রাত ৯টার দিকে ঘরে ফিরতে চাইলে মা ঘরের দরজা খোলেননি। মা দরজা না খুলে মেয়েকে আরও বকাঝকা করে। মৌমিতা ঘরে ঢুকতে না পেরে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ীর সামনে গাছের সঙ্গে গলায় উরনা পেচিয়ে ঝুলতে থাকে। কিছু সময় পরে মৌমিতার বাবা মোশারেফ বাজার থেকে বাড়ী ফিরলে মেয়েকে গাছের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা মৌমিতাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু ঘটে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।