ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পরিষদে হল রুমে বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা (অতিরিক্ত দায়িত্ব) প্রনব কুমার ঘোস উক্ত সভায় আগামি ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৯৮ তম জন্ম দিবস ও মহান স্বাধীনতার দিবস উদযাপনে বিভন্ন কর্মসূচী ঘোষনা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন ও সাধারন সম্পাদক ফাইজুর রহমান উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার হাসনত আলী। থানার ভারপ্রপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ, উপজেল মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন, কৃষি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ।