র্যাব-৮ ফরিদপুর জানায় , তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, যশোর জেলার অধিবাসী দুজন মাদক ব্যবসায়ী মাদকের (ফেন্সিডিল) একটি চালান পিয়াজের বস্তা বহনকারী একটি মিনি ট্রাকের মধ্যে নিয়ে বিক্রয়ের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে ফরিদপুর-ভাংগা হাইওয়ে রোড হয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এবং এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় ভাংগার মোড় হতে ১০০ গজ সামনে ফরিদপুর এবং ভাংগা হাইওয়ের মাঝে একটি চেকপোস্ট স্থাপন করে। পরবর্তীতে আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি পেঁয়াজ বহনকৃত মিনি ট্রাক যার নং ঢাকা মেট্রো ন-১৬-২২৮৭ তল্লাসীর জন্য থামানোর চেষ্টা করা হলে ট্রাক ড্রাইভার সহ হেলপার উক্ত ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় ট্রাকটি থামানো হয়।পালানোর চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়। এ সময় উক্ত ট্রাকটি তল্লাসী করা হলে পিঁয়াজের বস্তাগুলোর মাঝে ৪টি পাটের বস্তায় রক্ষিত সর্বমোট ১১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদকব্যবসায়ী হলো মনিরামপুর থানার সুন্দলপুর গ্রামের মজিদ সরদারের ছেলে মোঃ মাহবুর সরদার (২৬), এবং একই থানার শ্যামপুর গ্রামের শের আলী গাজীর ছেলে মোঃ আব্দুস সালাম (২৬), । প্রার্থমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাংগা থানায় মামলা কার্যক্রম প্রক্রীয়াধীন।