ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নাসিরাবাদ ইউনিয়নের খাঁকান্দা গ্রাম থেকে ২সন্তানের জননী রোজিনা বেগমের(৩০) লাশ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।অভাবের সংসারে স্বামী আলামীনের সঙ্গে ঝগড়া করে রোজিনা বিষ পানে আত্বহত্যা করে। রোজিনার স্বামী ভাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা করেছে। বৃহস্পতিবার রোজিনার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়,নিহত রোজিনার বাবার বাড়ী রংপুরে। স্বামী আলামীনের বাড়ী উপজেলার খাঁকান্দা গ্রামে।আলামীন ঢাকায় থেকে রিক্সা চালাত,ঢাকাতেই রোজিনার সঙ্গে আলামীনের প্রায় ১০ বছর আগে বিবাহ হয়।আলামীন রিক্সা চালিয়ে তেমন আয় রোজগার করতে পারেনা।সে জন্য দুই মাস যাবৎ আলামীন স্ত্রী ও দুই কন্যা নিয়ে গ্রামের বাড়ী ফিরে আসে। গ্রামের বাড়ীতেও তেমন টাকা আয় করতে পারেনা। এ নিয়ে রোজিনা স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষ পান করে। স্থানীয়রা রোজিনাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথে তার মৃত্যু হয়।রোজিনার ৮ ও ৬ বছরের দুই কন্যা রয়েছে