মোঃ রবিউল ইসলাম ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় সোমবার সকালে মাছের আড়ৎ থেকে ৭মন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রম্যমান আদালত। সংস্লিষ্ট সুত্রে জানা যায় সরকারি নিসেধাজ্ঞা থাকা সত্তেও স্থানীয় বাজরে কিছুদিন যাবত জাটকা ইলিশের বেচাকেনা চলছিল বিভিন্ন মাধ্যমে এমন সংবাদ প্রশাসনের কর্নগোচর হয়। এমত অবস্থায় উপজেলা প্রশাসন সোমবার সকালে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে পাইকারি মাছের বাজারে অভিযান চালিয়ে ৭ মন জাটকা ইলিশ মাছ জব্দ করে। মৎস্য অফিসার সন্দীপন মোজুমদার জানান কেউ মাছের মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভাব হয় নাই। জব্দকৃত মাছ নির্বাহী ম্যাজিষ্টেটের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসার এতিম খানায় বিলি করা হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্টেটের দায়িত্ব পালন করে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আলমগীর হোসেন ।