ভারতের অভিনব পদ্ধতি

স্পোর্টস ডেস্ক:
অধিনায়কত্ব, দায়বদ্ধতা, উপভোগ, গর্ব, সম্মান, বিশ্বাস, বিশুদ্ধতা- এ তিনটি শব্দ মিলে হয় সততা। আর ইংরেজিতে হয় অনেস্টি। এই ‘অনেস্টি’ শব্দটাকে আরো বিশেষভাবে বর্ণনা দেয়া হয়েছে উপরের শব্দগুলো দিয়ে। তারপর সেটাকে টানিয়ে দেয়া হচ্ছে ড্রেসিংরুমের বাইরে। যাতে ঢুকতে আর বের হতে সর্বদা তা চোখে পড়ে ক্রিকেটারদের। আইপিএল-আটকে কেন্দ্র করে ভারতবর্ষের সমস্ত ক্রিকেট মাঠের ড্রেসিংরুমের বাইরে তা টানানো হবে। এর মূল কারণ আর কিছুই নয়, ক্রিকেটারদের বারবার মনে করিয়ে দেয়া যাতে কোনো প্রলোভনেই তারা ভেসে না যায়। বরং খেলাটার প্রতি সৎ থাকো। বিষয়টি নিয়ে বর্তমান বোর্ড কর্তা সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেন, ‘মুম্বই থেকে এটা টানানো শুরু হয়েছে। প্রতিটি মাঠেই সেটা থাকবে। যাতে ক্রিকেটারদের মূল্যবোধের গুরুত্বটা বোঝানো যায়।’ গত কয়েক আইপিএল নিয়ে নানা কেলেঙ্কারিতে জর্জরিত ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মূল স্পট-ফিক্সিং কেলেঙ্কারি। তাই এবার ক্রিকেটারদের উপর কড়াকড়িও অনেক বাড়িয়ে দেয়া হয়েছে আগে থেকেই। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদেরও বারবার মনে করিয়ে দেয়া হচ্ছে, টুর্নামেন্টের দু’মাস কাউকে বিশ্বাস না করতে। অতিপরিচিত বন্ধুবান্ধব থেকে শুরু করে আধাপরিচিত লোকজন, কাউকেই নয়। মোবাইল ব্যবহার নিয়েও দেয়া হয়েছে নির্দেশিকা। ম্যাচ সংক্রান্ত সামান্যতম তথ্যও ফোন বা মেসেজে ঘনিষ্ঠতম কাউকে বলা যাবে না। এসব তদারকি করার জন্য প্রত্যেক টিমের সঙ্গে একজন করে নিরাপত্তা কর্মকর্তাও থাকবেন।

Comments (0)
Add Comment