ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

স্পোর্টসডেস্ক: ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক ফারুক আহমেদ এই দল ঘোষণা করেন।
টেস্টে অধিনায়ক হিসেবে থাকছেন মুশফিকুর রহিম। এছাড়াও রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে ছিটকে যাওয়া রুবেল হোসেন দ্বিতীয় টেস্টে না থাকলেও ভারতের বিপক্ষে ফিরেছেন। এছাড়া ডানহাতি পেসার আবুল হাসান রাজুও সুযোগ পেয়েছেন দলে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থেকেও অভিষেক হয়নি লিটন কুমার দাসের। এবার ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক হতে পারে এই ব্যাটসম্যানের।
টেস্ট দলে উপেক্ষিত রয়েছেন নাসির হোসেন ও এনামুল হক। সাব্বির রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ এবারও টেস্ট দলে জায়গা পাননি।
১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী সোমবার বাংলাদেশে পৌঁছাবে ভারত।
বাংলাদেশ টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান ও মোহাম্মদ শহীদ।

 

Comments (0)
Add Comment