বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বাহুবলি। সিনেমাটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় দেড় বছর। এছাড়া প্রথমবারের মতো এ সিনেমায় ব্যবহার হচ্ছে ভিএফএক্স প্রযুক্তি। যা একমাত্র হলিউডের সিনেমাগুলোতেই ব্যবহার করা হয়। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তৈরি হয়েছে অন্যরকম আকর্ষণ। এ সিনেমার টিকেট নিয়েও দর্শকের মাঝে তৈরি হয়েছে উন্মাদনা।
ভারতের প্রায় ৪ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। তাই অগ্রিম টিকেটের জন্য চাহিদা ছিল দেখার মতো। অগ্রিম টিকেট সংগ্রহের অন্যতম ওয়েবসাইট বুক মাই শো ওয়েবসাইটের ৯০ শতাংশ টিকেট আগেই বিক্রি হয়ে যায়। এছাড়া ১০ জুলাই রাত থেকে পরদিন সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ওয়েবসাইটটি বাড়তি চাপের জন্য ক্র্যাশ করে। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে ভারতের দক্ষিণ অঞ্চলের সিনেমা হলেও সিনেমাটি নিয়ে উন্মাদনা ছিল পুরো ভারত জুড়েই।
এদিকে এক খবরে জানা গেছে, ভারতের অন্ধ্রপ্রদেশে টিকেটের কালো বাজার মাত্রা ছিল লক্ষ্যণীয়। সেখানে একটি টিকেট ১০ হাজার রুপিতে বিক্রিরও খবর পাওয়া গেছে।
একটি টিকেটের জন্য হায়দ্রাবাদে ১ কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যায়। টিকেট ক্রয় নিয়ে সকল ঝামেলা এড়াতে বিশেষ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে হায়দ্রাবাদ হল কর্তৃপক্ষ। কারণ এর আগে পরিচালক রাজামৌলির মাগাধিরা সিনেমার টিকেটের জন্য ৭ জন নিহত হয়েছিলেন।
বাহুবলি সিনেমাটির টিকেট নিয়ে উন্মাদনার উদাহরণ আরো রয়েছে। এক খবরে জানা গেছে, একটি টিকেট পাবার আশায় অনেকেই রাতে হলের বারান্দায় এবং হল প্রাঙ্গনে রাত্রি যাপন করেছেন।
টিকেট নিয়ে কালোবাজারির ব্যাপারে হাইকোর্টের তরফ থেক নজরদারি করা হচ্ছে বলে জানা গেছে। এরমধ্যে তল্লাশি চালিয়ে টিকেট কালোবাজারি এবং বাড়তি দাম নেওয়ার সময় বিভিন্ন হলের মালিক এবং ম্যানেজারকে হাতে নাতে ধরেছে পুলিশ।
ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সিনেমাটি নিয়ে উন্মাদনা লক্ষ্য করা গেছে। একটি সূত্রে জানা যায়, আগে যেখানে বৃহস্পতিবারের প্রিমিয়ারে ২-৩ টি প্রদর্শনী হতো সেখানে বাহুবলি সিনেমার ৮ টি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর সময় সবগুলো হল ছিল হাউজফুল। এছাড়া খুব শিগগিরি চীন এবং জাপানে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
এরই মধ্যে বাহুবলি সিনেমার প্রথম তিন দিনের সবকটি শোয়ের অগ্রিম টিকেট শেষ হয়ে গেছে বলে জানা গেছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের দক্ষিণি সিনেমার তারকা প্রভাস, রানা দাগ্গুবাতি, আনুশকা শেঠী, তামান্নাসহ অনেকে।
বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটির হিন্দি সংস্করণ প্রযোজনা করেছে করণ জোহরের সংস্থা ধর্ম প্রোডাকশনস। ভারতীয় পুরাণের ওপর তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। গত ১০ জুলাই বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয় এ সিনেমা।