ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘নূতন জীবন’ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। ইউএনও আজাহারুল ইসলামের সভাপতিত্বে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন । এ সময় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনে কাজ করা ‘নূতন জীবন’ প্রকল্পের নানাদিক তুলে ধরেন সংস্থাটির খুলনা আঞ্চলিক কর্মকর্তা ও প্রকল্পের সেকেন্ড টীম লিডার ( দ্বিতীয় প্রজন্ম ) গোলাম মোস্তফা । অংশ নেয়া স্থানীয় ৩৫জন সুবিধাভোগী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সাংবাদিক মোঃ যুবরাজ খান, আসাদুজ্জামান খোকন, আব্দুল লতিফ , জেলা এসডিএফ কর্মকর্তা ( লাইভলিহুড ) হেলাল উদ্দীন, মোছাদ্দেকুর রহমান (আইসিবি), কমিউনিটি ফিন্যান্স কর্মকর্তা রাজু আহমেদ , ক্লাস্টার ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান, মামুন চৌধুরী, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ উন্নয়ন সংস্থাটির আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ । উল্লেখ্য, অন্যান্য উন্নয়ন সংস্থার ন্যায় ২০০০ সাল থেকে দেশের উন্নয়ন কার্যক্রমে যাত্রা শুরু করে এসডিএফ । পরবর্তীতে অংশীদারীত্বের ভিত্তিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ১ম প্রজন্মের (প্রথম ধাপ) সাফল্যের পর ২য় প্রজন্মের (দ্বিতীয় ধাপ) আওতায় দেশের ২২টি জেলায় চলমান ‘নূতন জীবন’ প্রকল্প নিয়ে কাজ করছে সংস্থাটি। উল্লেখিত ২২ জেলার অন্যতম কুড়িগ্রামের ৩টি উপজেলার ( সদর, রাজারহাট ও ভূরুঙ্গামারী ) ১৯০টি গ্রাম প্রকল্পটির অন্তর্ভূক্ত। এরই অংশ হিসেবে সংস্থাটি সীমান্তবর্তী ভূরুঙ্গামারী উপজেলার ৬০টি গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত ‘গ্রাম সমিতি’র মাধ্যমে গাভী পালন, ছাগল-ভেড়া পালন, গরু মোটাতাজাকরন, সবজী চাষ, মৎস্য চাষ, হাস-মুরগী পালন ও ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতার কার্যক্রম শুরু করেছে । এসব ক্ষেত্রে সুবিধা পেতে প্রয়োজনীয় মোট অংকের ১০% অর্থ নিজেদের এবং সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রেশন শর্তে প্রকল্পের সঙ্গে যুক্ত সুবিধাভোগী ‘গ্রাম সমিতি’কে প্রযোজ্য ক্ষেত্রে ৫-১৬ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদানের সুযোগ রয়েছে বলে সভায় ধারনা দেয়া হয়। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থায়নে ২০২১ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন ‘নূতন জীবন’ নামক প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা এসডিএফ ।