দেশটির এনজিও গুলো জানায়, তেলের দাম কমে যাওয়ায় সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে ভেনিজুয়েলার অভ্যন্তরে অপরাধের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। ভেনিজুয়েলার ‘অবজারভেটরি অব ভায়োলেন্স’ নাম অপরাধ প্রবণতা নিয়ে কাজ করা গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে ২৪ হাজার ৯৮০ জন মারা যায় সহিংসতায়। দেশটিতে ২০১৩ সালে প্রতি লাখে ৭৯ জন সহিংসতায় মারা যেত, বর্তমানে লাখে ৮২ জন মানুষ মারা যাচ্ছে সহিংসতায়।
এনজিও গুলো জানায়, সাধারণত কোন দেশে যুদ্ধ চললে এত পরিমাণে মৃত্যু হয়। এদিকে দেশটির সরকার দাবি করছে, সহিংসতায় মৃত্যু হার যা বলা হয়েছে তার থেকে আরো কম। বিবিসি।