বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করেছেন ভ্যাটবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। শনিবার রাজধানীর পান্থপথ সিগন্যালে বেলা ১১টায় মানববন্ধন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
এ ছাড়া ধানমন্ডির এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীদের দুপুর ১টায় নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করার কথা রয়েছে। মহাখালী, বাড্ডা, নতুনবাজার ও বনানী এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টায় বিক্ষোভ শুরু করেছে বলে জানান নো ভ্যাট আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ফারুক আহমেদ।
আগামীকাল রোববার আরো কঠোর আন্দোলনের ডাক আসতে পারে বলে জানান তিনি।