বুধবার সকালে ভাঙ্গা পাইকারী মাছের আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ২০ মন জাটকা ইলিশ আটক করেছে । এ সময় ৩জন মাছ ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রনব কুমার ঘোষ ব্যবসায়ী দের নিষিদ্ধ জাটকা বিক্রির দায়ে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। তারা হলেন, জনতা মৎস্য আড়ৎ , লোকনাথ মৎস্য আড়ৎ ও আল্লাহর দান মৎস্য আড়ৎ। উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবুবকর সিদ্দিক জব্দকৃত জাটকা ইলিশ ১৫টি এতিমখানা ও মাদ্রাসা,২টি আশ্রয় প্রকল্প ও ২৫৭জন গরীব দুঃখী দের মাঝে বিতরন করেন ।