মধুখালীতে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

রেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: “অর্থ, পুষ্টি, স্বাস্থ্য চান দেশী ফল বেশী খান” শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার সকাল ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা পরিষদ ও কৃষি অধিদপ্তর মধুখালীর আয়োজনে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার খালেদা পারভিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, নার্সারী মালিক রাশিদা বেগম প্রমুখ।

Comments (0)
Add Comment