মধুবালার ‘আনারকলি’ রেখা


বিনোদন ডেস্ক:
মধুবালার আবেদন নয়, এবার রেখার লাস্য। ঐতিহাসিক ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ গানে দেখা যাবে রেখাকে। প্রথমে তিনি ‘মাদার ইন্ডিয়া’-র নার্গিস দত্ত-র মতো সেজেছিলেন। আর এবার সাজছেন মধুবালার আনারকলি সাজে। রেখাকে তার আসন্ন ছবি ‘সুপার নানি’-র একটি গানের দৃশ্যে এভাবেই দেখা যাবে। মুঘল-এ-আজম-এর ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ গানটি রেখার বরাবরই খুব প্রিয়। সেই সঙ্গে প্রিয় মধুবালা অভিনীত আনারকলির চরিত্রটাও। তাই সেই সাজে অভিনয় করতে পেরে তিনি আপ্ল“ত। তবে শুধু এই গানের দৃশ্যে একটি গান নয়, থাকছে বলিউডের আরও বেশ কয়েকটি গানের দৃশ্যায়নও। তবে প্রথম থেকে ব্যাপারটা এত সহজ ছিল না। গোড়ার দিকে এই গানটি করতে একেবারেই রাজি হননি রেখা। কারণ কখনও মধুবালা, কখনও ওয়াহিদা রহমানের মতো করে সেজে, সেই মতো স্টাইলাইজ করে নাচ করা নিয়ে বেশ কিছুটা সংশয় ছিল তার। কি›ত্ত পরিচালক ইন্দ্র কুমার শেষ পর্যন্ত রাজি করান রেখাকে। ‘প্রথম যখন আমরা রেখাজিকে অনুরোধ করি এরকম একটা গানের দৃশ্যে অভিনয়ের জন্য, তিনি না করে দেন। কারণ মধুবালা অভিনীত এই নাচের দৃশ্যটি ঐতিহাসিক। তাকে রিক্রিয়েট করা সম্ভব নয় বলেই তার বিশ্বাস ছিল। কি›ত্ত আমরা তাকে বুঝিয়ে বলি, এতে কোনো সমস্যা হবে না। দৃশ্যটি যাতে সঠিকভাবে হয় তার সব দায়িত্ব আমাদের’-জানান পরিচালক। এই গানটি করিওগ্রাফ করছেন সবিনা খান।’

Comments (0)
Add Comment