মধ্যপ্রাচ্যে বড় অংকের অর্থ সাহায্য দেয়ার প্রতিশ্রুতি আবের

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে জঙ্গিদের বিস্তার ঘটলে বিশ্বকে ‘অপরিমেয় ক্ষতির’ মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সেইসঙ্গে ইসলামিক স্টেটের বিরুদ্ধে য্দ্ধুরত দেশগুলোকে ২৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণের বেসামরিক সাহায্য দেয়ার প্রতিশ্র“তি তিনি। কায়রোতে জাপান-মিশর বানিজ্য কমিটির সভায় আবে বলেন, “বিশ্ব এবং অবশ্যই জাপানের সমৃদ্ধি ও শান্তি বজায় রাখতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কতটা জরুরি সেটা আর বলার অপেক্ষা রাখে না।” “যদি আমরা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস এবং মারাত্মক মারণাস্ত্ররোর বিস্তার রোধ করতে না পারি তবে আন্তর্জাতিক বিশ্বের অপরিমেয় ক্ষতি হয়ে যাবে।” শিল্পোন্নত দেশ জাপানের জ্বালানি চাহিদা পূরণে ওই সব অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জঙ্গি সংগঠন আইএসআইএল এর বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোতে বেসামরিক সাহায্য পাঠানোর জন্য অর্থ দেয়ার প্রতিশ্র“তি দিয়ে আবে বলেন, “আমি আইএসআইএল এর বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর জনগণের মৌলিক চাহিদা পূরণ, অবকাঠামো নির্মাণ এবং এ ধরণের কাজে ব্যবহারের জন্য ২৫ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দেয়ার প্রতিশ্র“তি দিচ্ছি।” “ এটা বলা একদমই অতিরঞ্জিত হবে না যে, এই অঞ্চলটিকে বর্তমানে এমন একটি পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে যেটা তাদের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম বিষয়ে পরিণত হয়েছে।”

Comments (0)
Add Comment