বিনোদন ডেস্ক:
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে সুস্থ জীবনে ফিরেছেন মনীষা কৈরালা। তা-ও অনেকদিন হয়ে গেলো। এবার অভিনয়ে ফেরার পালা। চলতি বছরেই বলিউডে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। এবার তাকে দেখা যাবে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর ভূমিকায়। ছবিটির নাম ‘কুইন অব ট্রাজেডি’। এটি তৈরি হচ্ছে মীনা কুমারীর জীবনী অবলম্বনে। নতুন ছবিটি পরিচালনা করবেন শশীলাল নায়ার। তার পরিচালনায় ‘গ্রহণ’ মনীষার ক্যারিয়ারের স্মরণীয় ছবি। যদিও ‘এক ছোটি সি লাভ স্টোরি’তে (২০০২) অভিনয় করেছিলেন মনীষা। কিন্তু তাকে না জানিয়ে অন্য অভিনেত্রীকে দিয়ে আপত্তিকর দৃশ্যধারণ করে তার নামে যোগ করায় শশীলালের বিরুদ্ধে চটেছিলেন ৪৩ বছর বয়সী এই নেপালি অভিনেত্রী। এ নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে। তবে এ প্রসঙ্গে দু’জনেরই কেউই খোলেননি তারা। জানা গেছে, ‘কুইন অব ট্রাজেডি’ ছবিটি প্রযোজনা করবেন মীনা কুমারীর সৎ ছেলে তাজদার আমরোহী। সর্বশেষ দুই বছর আগে ‘ভূত রিটার্নস’ ছবিতে অভিনয় করেছিলেন মনীষা।