মহাকাশে মানববন্ধন করে বিশ্বরেকর্ড!

রাস্তায় মানববন্ধন হয়, এটা সবাই জানে। তাই বলে শূন্যে মানববন্ধন! তাও আবার বিশ্ব রেকর্ড। হ্যা, ১৬৪ জন স্কাইডাইভার আকাশে হাত ধরে মানবন্ধন করে বিশ্বরেকর্ড গড়েছেন।

যুক্তরাষ্ট্র, স্পেন ও অস্ট্রেলিয়ার নাগরিকরা এই রেকর্ড গড়ার আয়োজনে অংশগ্রহণ করেন। ২০ হাজার ফুট উচ্চতায় তারা বিমান থেকে লাফ দেন। এ সময় ডাইভারদের গতি ছিল ঘণ্টায় ২৪০ মাইল।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Comments (0)
Add Comment