মহাদেবপুরে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১শে এপ্রিল খাজুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কুঞ্জবন বন্দর কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন এর সভাপতিত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রাকিবুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, প্রধান সমন্বয়ক ও মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মহাদেবপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিরাজুল ইসলাম প্রমুখ। এ সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে মাদক ও জঙ্গী-সন্ত্রাসবাদ’র কূফল সম্পর্কে বিষদ আলোচনা করে এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে খাজুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment