বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বস্তা বন্দি অর্ধবয়সি এক মহিলার লাশ বিল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ । জানা যায় নেপালতলী ইউনিয়নের আদর্শ গ্রামের আফাস উদ্দিনের স্ত্রী তারা বানু (৪৫) গত ৩ দিন পুর্বে তার অসুস্থ ননদকে বগুড়ার একটি ক্লিনিকে দেখতে যায় এবং সেখানে রুগির সাথে রাত যাপন করে। গত বুধবার সন্ধায় তারা বানু বাড়ীর উদ্দ্যেশে রওনা দেয়। কিন্তু সে বাড়ীতে না পৌছিলে বাড়ীর লোকজন খোজাখুজি করতে থাকে । এর এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার জাতহলিদা গ্রামের লোকজন লটিগাড়ী বিলের মধ্যে তারাবানুর বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বগুড়া এ সার্কেল সাব্বির আহম্মেদ সরফরাজ ও গাবতলী মডেল থানার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে একই উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের বাউইটুনা পুর্বপাড়া গ্রামে এক নববধু ফাতেমা বেগম(১৭) এর রহস্য জনকভাবে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। সে ঐ গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জণ্য স্বামী সিরাজুল সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে।