মাগুরায় পালিত হলো বিশ্ব সোরিয়াসিস দিবস

ওবায়দুর রহমান,মাগুরা: সোরিয়াসিস জানুন, সচেতন হোন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরা মহম্মদপুরের নহাটায় পালিত হলো বিশ্ব সোরিয়াসিস দিবস। সোরিয়াসিস হিলিং অব বাংলাদেশ গ্রæপের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা। রবিবার সকাল ১১টায় শুরু হওয়া উক্ত র‌্যালি নহাটা বাজারের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল সংলগ্ন নবগঙ্গা নদীর তীরে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভার সভাপতি ডাক্তার আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন স্কয়ার ফার্মার মেডিকেল প্রোমোশন অফিসার মোকলেচুর রহমান, সোরিয়াসিস হিলিং অব বাংলাদেশ গ্রæপের চেয়ারম্যান ওহাব মাহমুদ শাওন। এ ছাড়া অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন ডাক্তার জাঙ্গাহীর আলম, ঔষধ ব্যবসায়ী ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা ইসহাক শেখ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক বিজিত কুমার ঘোষ, ডাক্তার মাসুদুর রহমান, ডাক্তার লিয়াকত হোসেন, দৈনিক বজ্রশক্তির মাগুরা প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক খবর বাংলাদেশের মহম্মদপুর প্রতিনিধি ইমরান আহমেদ, দৈনিক আমার সংবাদের মহম্মদপুর প্রতিনিধি বিশ্বজিত সিংহ রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্ব সাধারণ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ইমরুল কায়েস।
আলোচনা সভায় বক্তারা বলেন সোরিয়াসিস একটি মারাত্বক চর্ম রোগ, রোগে আক্রান্ত হলে শরীরে লাল লাল গোটা গোটা দাগ দেখা যায়। প্রচন্ড চুলকানী দেখা দেয়। শরীরে ফোসকা ফোসকা দাগ দেখা দিতে পারে। খারাপ জীবন যাপন, মদ্য পান, ধূমপান, অতিরিক্ত ওজন, শারীরিক ও মানষিক আঘাত, অতিরিক্ত সূর্যালোকের কারনে এ রোগ হতে পারে। এ রোগ সম্পুর্ণ নিরাময়যোগ্য নয়, তবে নিয়ন্ত্রণ যোগ্য।

Comments (0)
Add Comment