ফারুক আহমেদ,মাগুরা: স্ট্যাম্প বিক্রির ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগে ১ বিক্রেতার লাইসেন্স বাতিলের সুপারিশসহ নানা ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে এ সংক্রান্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক কালা চাঁদ সিংহের নের্তৃত্বে সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় যায়। তারা বিভিন্ন স্ট্যাম্প বিক্রির কেন্দ্রে অভিযান চালিয়ে নানা অসংগতি দেখতে পান। রেজিষ্টারে সিরিয়াল মেন্টেন না করা, একই সিরিয়ালের একাধিক নাম্বার আছে ও সিরিয়ালের থেকে একাধিক স্ট্যাম্প বিক্রি হওয়া।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার সুদর্শন রায় জানান, ফৌজদারি মামলা গুলোর ৭০ ভাগ মামলাই এই স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে হয়ে থাকে। ভেন্ডারদের জালিয়াতি রোধের মাধ্যমে জমিজমা সংক্রান্ত মামলা রোধ করা সম্ভব বলে আমি মনে করি। এ সময় তিনি আকরাম হোসেন নামে এক স্ট্যাম্প ভেন্ডাররের লাইসেন্স বাতিলের দাবী জানান।