মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদরাসার উদ্দ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন পালন।

ওবায়দুর রহমান,সদর প্রতিনিধি মাগুরা।
শিক্ষামন্ত্রনালয় ও মাদরাসা শিক্ষা বোর্ডের ঘোষিত্ব কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার বেলা১১টায় মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদরাসার আয়োজনে দ্বিতৃীয় বার মানব বন্ধন পালিত হলো।মানব বন্ধনটি মাদরাসা গেটের সামনে এম,আর সড়কে অনুষ্ঠিত হয়।এসময় শিক্ষক,শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শ্লোগান লেখা ফেস্টুন লক্ষ্য করা গেছে।বেলা১১টা থেকে শুরু করে প্রায় পৌনে বারোটা প্রর্যুন্ত মানব বন্ধন চলে।

I মানব বন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ,মাওঃমুফতি এবিএম মাহফুজুর রহমাম তিনি বলেন,ইসলাম কখনও জঙ্গিবাদকে সমার্থন করেনা যারা ইসলামের নাম নিয়ে জঙ্গিবাদ করছে তারা ইসলাম ধংশ করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে,এরা ইসলামের শত্রু ইসলাম কে ধংশ করায় এদের মূল লক্ষ্য।


অত্র মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওঃমোঃমনিরুল ইসলাম বলেন,কিছু লোক বলে মাদরাসায় জঙ্গিবাদ শিক্ষাদেওয়া হয় এটা তাদের সম্পূর্ন্ন ভুল ধারণা কারণ মেডিকেল থেকে ডাক্তার বের হয় ইঞ্জিনিয়ার না আবার প্রকৌলী বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ার বের হয় ডাক্তার নয়,সকলকে ভালভাবে বুঝতে হবে আমরা সরকারের দেওয়া সিলেভাজ অনুযায়ী সে সকল বিষয় গুলো শিক্ষাদেই এখানে জঙ্গবাদ শিক্ষা দেওয়া হয় না যারা মাদরাসার অন্য সব শিক্ষা ব্যবস্থার সাথে আলিয়া শিক্ষা ব্যবস্থাকে গুলিয়ে ফেলে তারা চরম ভুলের মধ্যে নিমজ্জিত আছে।উল্লেখ্য এর আগে গত ২৪ জুলাই জেলা প্রশাসককে প্রধান অতিথি করে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের বিশেষ অতিথি করে মানব বন্ধন করে দক্ষিণ -পচ্চিম বাংলার ঐতিহ্যবহী এ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি।

০১/০৮/১৬

Comments (0)
Add Comment