মানবতার রাজনীতি সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মানবতার রাজনীতি সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এম আর মিলন( ব্যুরো প্রধান চট্টগ্রাম) :

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, আয়োজনে চট্টগ্রাম জেলা কার্যালয়ে ১৮ এপ্রিল শুক্রবার মানবতার রাজনীতি সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাষ্ট্র না হলে সত্যের মুক্ত ধারা যেমন প্রবাহমান থাকবেনা, রাষ্ট্রক্ষমতার বলে মিথ্যা চাপিয়ে দিবে তেমনি জীবনের নিরাপত্তা – অধিকার- স্বাধীনতা – রুটি রুজিও ছিনতাই হয়ে যাবে। মানবতার রাষ্ট্র মানে সর্বজনীন মানবতা ভিত্তিক রাষ্ট্র।
মানবতার রাষ্ট্র মানে রাষ্ট্র এক ধর্ম এক মতবাদ এক জাতি এক গোষ্ঠীর নয়, সব মানুষের। মানবতার রাষ্ট্র মানে স্রষ্টা ও তাঁর মহান রাসুল প্রদত্ত সব মানুষের মালিকানা ভিত্তিক রাষ্ট্র। মানবতার রাষ্ট্রের ভিত্তি স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার মহান রাসুলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসা- সুরক্ষা- কল্যাণ।

Comments (0)
Add Comment