মানিকগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পক্ষ থেকে কম্বল ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। গত কাল মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদে এই কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নূর-এ আলম সরকার, ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান দেওয়ান, ইউনিয়নের সাধারণ সম্পাদক এস,এম, দুলাল হোসেন, ইউপি সদস্যসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিরীহ গরীবদের মাঝে এই কম্বল দেওয়া হয়। যাদের টাকার অভাবে শীতবস্ত্র কেনার সামর্থ নেই তাদের মধ্যে এই কম্বল দেওয়া হবে। এই তীব্র শীতে কম্বল দেওয়ার কার্যক্রমকে ধন্যবাদ জানান গরীব নিরীহ মানুষ গুলো। পরিশেষে সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Comments (0)
Add Comment