মানুষের মুখে হাসি ফোটানো যার পবিত্র দায়িত্ব

মোহাম্মদ ওয়াসিম উদ্দীন(চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি):

‎সেবায় যার ধর্ম-জনগণের সেই প্রকৃত নেতা।

জনগণের পাশে দাঁড়ানোই যার অঙ্গীকার,

‎দিনরাত মানুষের সেবায় নিয়োজিত থাকা যার অভ্যাস।

তিনি নেতা নন, তিনি একজন জনসেবক।

‎রাজনীতি তাঁর জন্য ক্ষমতার পথ নয়,

‎বরং মানুষের মুখে হাসি ফোটানোর পবিত্র দায়িত্ব।

এতখন যার কথা বলছিলাম তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আলহাজ্ব এম আইনুল কবির একজন বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচ্ছন্ন  রাজনীতিবিদ। তিনি চন্দনাইশ এলডিপির পৌরসভার সভাপতি।তিনি যখন নিজ বাড়িতে আসেন তখন দলে দলে মানুষের সমস্যা সমাধানের জন্য তার বাড়িতে আসেন।

শুধুমাত্র চন্দনাইশ পৌরসভা নয়, চন্দনাইশ থানার প্রতিটা ইউনিয়ন এবং প্রতিটা ওর্য়াড থেকে তার কাছে পারিবারিক সমস্যা, জায়গা জমির সমস্যা, রাজনৈতিক এবং ইত্যাদি সমস্যা নিয়ে তার কাছে আসেন। তিনি লোকজন আসলে সবাইকে তার সাধ্যমত আপ্যায়ন এবং নিরপক্ষ ভাবে সালিশি বৈঠক এর মাধ্যমে হাজারো সমস্যা সমাধান করেছেন বলে জানান গ্রামবাসীরা।

এছাড়া গ্রামবাসীরা আরো জানায়,তিনি সকল বাদী-বিবাদী কে নিজের অর্থায়ন দিয়ে বাদী-বিবাদী কে একে অপরের সহিত মিলিত করে দেন সুন্দর ভাবে।গ্রামবাসীরা আরো জানান,তার মানুষ পেয়ে চন্দনাইশ পৌরসভার মানুষ কৃতজ্ঞ।

Comments (0)
Add Comment