লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য এ.কে.এম শাহজাহান কামাল এমপি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, “মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন”।
গত কাল দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার মাটিতে থাকতে হলে সন্ত্রাসী এবং বোমাবাজি বন্ধ করুন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এ বি এম এর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর জেলা আ’লীগের সভাপতি এম এ আলাউদ্দিন, সদর আ’লীগের সভাপতি এ্যাড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এ্যাড. জসিম উকিল, লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আইনুল আহমেদ তানভীর, লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডা. আনোয়ার হোসেন, ডা. কমলা শীষ রায়, ডা. জয়নাল আবেদীন, ডা. জাকির হোসেন, লক্ষ্মীপুর বিভিন্ন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী মানুষ।