কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের খুরুশকুল ঘাট সংলগ্ন বাঁকখালী নদীর মোহনা থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে ৩০ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে। গতকাল সকালে তাদের আটক করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল ঘাট সংলগ্ন মোহনায় এ অভিযান চালানো হয়। এসময় মালয়েশিয়াগামী ৩০ যাত্রীকে আটক করা হয়। এদের মধ্যে হবিগঞ্জ, টাঙ্গাইল জেলা ছাড়াও কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন। তিনি আরো জানান, আটক ৩০ জনকে নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে।
কক্সবাজার উপকূল দিয়ে কোনোভাবেই থামানো যাচ্ছে না সাগর পথে অবৈধভাবে মানবপাচার। ৪ আগস্ট সোমবার কক্সবাজার শহরের সমিতি পাড়ার মোহানায় মালয়েশিয়াগামী ট্রলার দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। এতে আহত হন আরো একজন। বিভিন্ন সময় ট্রলার ডুবে ও সংঘর্ষে প্রাণহানীসহ নানা অঘটনের পরও উত্তাল সাগর পারি দিয়ে অব্যাহত রয়েছে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা।