মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে সাংবাদিক ও শিক্ষক সমাজের উদ্যোগে উপজেলার ২নং রাণীপুকুর ইউনিয়নের ৩২টি গ্রামের দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত কাল শুক্রবার রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম, নুরুজ্জামান মিয়া, দৈনিক ইত্তেফাক’র মিঠাপুকুর সংবাদদাতা মো. শামীম আখতার, দৈনিক বজ্রশক্তির মিঠাপুকুর প্রতিনিধি মো. কামরুজ্জামান মিলন, রাণীপুকর ব্লুমিং বাড প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান ফুয়াদ, এসএ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল মিঞা প্রমুখ।