মিঠাপুকুরে নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

রংপুর প্রতিনিধি: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলার বজরুক মহেদেবপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আবদুল হান্নান (৩৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আবদুল হান্নান। তিনি বজরুক মহাদেবপুর গ্রামে আকবর আলীর ছেলে।
সংঘর্ষে আহত অন্য ১৫ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বজরুক মহেদেবপুর গ্রামে বুধবার রাত দশটার দিকে আওয়ামী লীগের দুই ইউপি সদস্য প্রার্থী সাখাওয়াত ও ফখরুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুই পক্ষের সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সে সময় ইউপি সদস্য প্রার্থী সাখাওয়াতের লোকজনকে মারপিট করেন একই এলাকার সদস্য প্রার্থী ফখরুলের লোকজন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মহিদুল ইসলাম জানান, সাখাওয়াত বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর থানায় মামলা করেছেন। মামলায় ফকরুলকে প্রধান করে ১৯ জনকে আসামি করা হয়েছে।

Comments (0)
Add Comment