মিঠাপুকুরে পৃথক পৃথক ভাবে আওয়ামীলীগ জামায়াত ও বিএনপির মিছিল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি, মিলন॥

রংপুরের মিঠাপুকুরে গনতন্ত্র সুরক্ষা দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে। অপরদিকে, জামায়াত ও বিএনপি আলাদাভাবে কালো পতাকা মিছিল বের করে। জামায়াতের বিক্ষোভ মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক কাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ৪ জনকে আটক করে।
সোমবার আওয়ামীলীগ গনতন্ত্র সুরক্ষা দিবস উপলক্ষ্যে শাপলা চত্বরে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসের সরকার, সহ-সভাপতি তোজাম্মল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন প্রমুখ। পরে একটি আনন্দ র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে, উপজেলা জামায়াত কালো পতাকা মিছিল করেছে। মিছিলটি বাজার মসজিদ রোড থেকে বের হয়ে ডিসিরি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় আটক করা হয় ৪ জনকে । পরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কালো পতাকা মিছিল করেছে। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Comments (0)
Add Comment