ঢাকা : রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় বন্ধুর মেসে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যেই ছাত্রীর বন্ধুসহ ৪ জনকে আটক করেছে।
ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ, শনিবার সকালে প্রতিদিনের মতো কোচিং শেষে তিনি মিরপুরেই ওই বন্ধুর বাসায় যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলো ওই বন্ধুর দুই সহযোগী। পরে জোরপূর্বক তারা ওই ছাত্রীকে ধর্ষণ করে।
এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও এখনো কোন মামলা হয়নি।