নিজস্ব প্রতিনিধি: মুক্তমনা ব্লগের লেখক ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সিলেটের সুবিদ বাজার এলাকায় মঙ্গলবার সকালে এই হামলার শিকার হন তিনি।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান এই ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও হামলার শিকার হন।