মুখের যে কোন দাগছোপ ও মেছতা দূর করে ফর্সা করুন

রকমারি ডেস্ক:
রোদের অতিরিক্ত ঘোরাঘুরি, বয়স, অসুখ ইত্যাদি নানান কারণে মুখে কালচে দাগছোপ পড়ে। আবার অন্যদিকে মেছতার মতন ভয়াবহ ত্বকের সমস্যা তো আছেই। মুখে দাগ থাকার মানে আপনি যতই সুন্দর হয়ে থাকেন না কেন, সব সৌন্দর্য ¤¬ান হয়ে যাওয়া। অন্যদিকে দাগছোপ মুক্ত ত্বক মানেই সুন্দর একটি চেহারা। আপনারও কি আছে মুখে দাগছোপ কিংবা মেছতার সমস্যা? তাহলে আমাদের আজকের আয়োজন আপনার জন্যই। আজ আমরা নিয়ে এলাম মুখের এই দাগছোপ দূর করার একটি জাদুকরী ফর্মুলা। না, পার্লারের দামি রূপচর্চা কিংবা দামি কোন ক্রিম নয়। বরং জেনে রাখুন খুব সহজ একটি ফেসপ্যাক তৈরির পদ্ধতি, যা ব্যবহার করলে মিলিয়ে যাবে মুখের কালো দাগ! আর এটি তৈরি করতে লাগবে মাত্র দুইটি উপাদান!

দারুণ এই পদ্ধতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদে আছে। লেবু ও হলুদ ত্বকের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর যুগ যুগ ধরে প্রমাণিত।

যা যা লাগবে
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লেবুর রস

যেভাবে ব্যবহার করবেন
-দুটি উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে নিন।
-সমস্ত মুখে মাখবেন না, কেবল কালো দাগের স্থানগুলোতে মাখুন।
-১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মুখ ধোয়ার জন্য সাধারণ পানি ব্যবহার করুন।
অবশ্যই মনে রাখবেন
-এই কাজটি গোসল করার আগে করলে ভালো।
-মুখ ধোয়ার পর কমপক্ষে ৩/৪ ঘণ্টা রোদে যাবেন না বা মুখে রোদ লাগতে দেবেন না।, চুলার কাছেও নয়।
-দৈনিক একবার, দাগ বেশি হলে দু’বার করে করুন যতদিন পর্যন্ত না দৃশ্যমান ফল পাচ্ছেন।
–যাদের ত্বক সেনসিটিভ বা লেবুর রসে অসুবিধা হয়, তারা লেবুর রসের সাথে পানি মিশিয়ে নেবেন বা লেবুর বদলে কাঁচা দুধ ব্যবহার করবেন।

Comments (0)
Add Comment