শুভ ঘোষ: মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সরকারী সকল উন্নয় কর্মকান্ড ও সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক বিরোধী বিষয় নিয়ে জেলার সর্বস্থরের জনগনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সরকারী,বেসরকারি বিভিন্ন অঙ্গসংগঠনের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। সে সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়েলা ফারজানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ দুই আসানের সংসদ সদস্য – সাগুপ্তা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম (পিপি,এম) মুন্সীগঞ্জ সদর পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন,সহ জেলার কৃষক,শিক্ষক,মসজিদের ইমাম, প্রতিবন্ধী স্কুল ছাত্র ছাত্রী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলার সর্বস্থরের সাধারণ মানুষ। এ সময় বক্তারা তাদের সকল নানা বিত সমস্যার কথা তুলে ধরেন। সে সময় প্রধানমন্ত্রী শেখহাসিনা মুন্সীগঞ্জ জেলার সকলকে এক সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান তিনি আরো বলেন ইসলাম কখনো জঙ্গীবাদ সমর্থন করে না যারা ইসলামের অপব্যাখা ছড়াছেন তারা ইসলামের শত্রæ তাই জঙ্গীবাদ মোকাবেলায় সকল কে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।