শুভ ঘোষ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মিভূত হয়েছে। সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই হাশেম জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার নয়াগাঁও গ্রামের আব্দুল আজিজের সূতার কারখানা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় পাশ্ববর্তী তিনটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আধঘন্টা পর আগুন নেভায়। এরই মধ্যে তিনটি বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।