নিহতরা হলেন-যাত্রী সালমা বেগম (৩৫) ও গীতা পাল (৬০) এবং বাসচালক স্বপন মিয়া (৩৫)। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, ডুবে যাওয়া বাসটিতে আর কোন যাত্রী নেই।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মাসকুদা লিমা জানান, এসএস পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় যাচ্ছিল। দ্রুতগতিতে বাসটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ চলায়।
এরআগে স্থানীয় লোকজন গুরুতর আহতাস্থায় চারজনকে বাসের ভেতর থেকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকা মেডিকেলে পাঠান। বাকী আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সিরাজদিখানের ইউএনও তানবীর মোহাম্মদ আজীম জানান, নিহতরা হলেন- দানিয়াপাড়া এলাকার লছু পালের স্ত্রী গীতা রানী পাল, পূর্ব রাজদিয়া গ্রামের শাহজাহান সর্দারের স্ত্রী সালমা বেগম ও মানবদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বাসচালক স্বপন মিয়া। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।