মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে সাংবাদ সম্মেলন

শুভ ঘোষ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সাংবাদ সম্মেলন করেছেন মুন্সীগঞ্জ জেলার তিনটি উপজেলার যুদ্ধকালীন কমান্ডার ও যাচাই-বাছাই কমিটির সংসদ সদস্যের প্রতিনিধি মোহাম্মদ হোসেন বাবুল।

আজ দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে ধরে বর্তমান কমিটির সভাপতির অপসারণ চেয়ে বক্তব্য রেখে মো: হোসেন বাবুল বলেন, টাকার বিনিময়ে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা করে নেয়া এবং টাকা দিতে না পারায় প্রায় ৪০ জন প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম লাল মুক্তিবার্তা থেকে বাদ দেয়ার অভিযোগও করেন তিনি।

তিনি বিস্ময়ের সাথে বলেন, যাচাই-বাছাই কমিটির সাত জনের মধ্যে অমুক্তিযোদ্ধাও রয়েছে। এসময় সঠিক ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় স্থান পেতে জামুকা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় সাংবাদিক সম্মেলনে প্রায় ২০ জন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।

Comments (0)
Add Comment