মুড়ির মতো দর্শকের সংখ্যা


বিনোদন ডেস্ক:
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স অভিনীত ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে পার্ট ওয়ান’ ছবিটির ট্রেলার সম্প্রতি ইউটিউবে ছাড়া হয়। আর ট্রেলার প্রকাশের পর থেকেই এর দর্শকের সংখ্যা বাড়ছে মুড়ির মতো। গত ১৫ সেপ্টেম্বর ইউটিউবে ছবির ট্রেলার প্রকাশের পর একদিনেই এটি দেখা হয়েছে প্রায় সাড়ে ৪১ লাখেরও বেশিবার। ছবিতে জেনিফার লরেন্সের চরিত্রের নাম ক্যাটনিস এভারডিন। ‘দ্য হাঙ্গার গেমস : মকিংজে পার্ট ওয়ান’ ছবিটি ‘দ্য হাঙ্গার গেমস’-এর তৃতীয় কিস্তি। ছবিটি চলতি বছরের ২০ নভেম্বর যুক্তরাজ্যে ও ২১ নভেম্বর মার্কিন যুক্তরাস্ট্রে মুক্তি পাবে।

Comments (0)
Add Comment