মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হলো

জাহিদ মাহমুদ: মেহেরপুরের গাংনীতে ‘কন্যা শিশুর বিয়ে বন্ধ করি সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে গাংনী উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ- জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার, ও সু শাসনের জন্য নাগরিক (সুজন) গাংনী শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী ডিগ্রী কলেজের প্রভাষক ফজলুল হক সেন্টু, মহিলা ডিগী কলেজের প্রভাষক দিলরুবা ইয়াসমীন, গাংনী থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম, কাজীপুর কলেজের শিক্ষক এএসএম সায়েম পল্টু, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Comments (0)
Add Comment