স্পোর্টস ডেস্ক:
কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ও এসি মিলান। তবে এই স্ট্রাইকারের মতে বর্তমান ক্লাব মোনাকোতেই তিনি ভালো আছেন। অন্য কোথাও তার যাওয়ার ইচ্ছে নেই। আর তিনি এও জানিয়েছেন কোচ স্তেদে লুইসের অধীনেই খেলতে চান। গত বছরই স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে লিগ ওয়ানে যোগ দেন ফ্যালকাও। তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, এই দলবদলের মৌসুমে তিনি ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। জুভেন্টাস ও এসি মিলান ফ্যালকাওকে ২০১৪-১৫ মৌসুমের জন্য ধারে নেয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে। তবে তিনি জানিয়েছেন মোনাকোতেই তিনি থাকতে চান। ফ্যালকাও বলেন,“ আমি এই ক্লাবে ভালো আছি। আর আমি আশাকরি এখানেই থাকব।” লিগ ওয়ানে মোনাকোর হয়ে একটি গোল করেন ফ্যালকাও, যেখানে রিভালস নান্তেসের বিপক্ষে ১-০ গোলের জয় পায় দলটি।