মৌটুসীর অনীহা কারণ!


বিনোদন ডেস্ক:
বড়পর্দায় কাজ করার স্বপ্ন নিয়েই অনেক অভিনেত্রী পা রাখেন বিনোদন জগতে। প্রথমে মডেলিং দিয়ে শুরু করে ধীরে ধীরে নাটক, নাটক থেকে বড়পর্দা আবার কখনো একেবারে বড়পর্দা দিয়েই অভিষেক করতেও দেখা যায়। তবে সবাই কি একই ইচ্ছা নিয়ে বিনোদন জগতে পা রাখেন? না তেমনই এক উদাহরণ হলেন ছোটপর্দার প্রিয়দর্শিনী এই অভিনেত্রী। অভিনয় অঙ্গনের সবাই চলচ্চিত্রের জন্য মুখিয়ে থাকেন। কিন্তু এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম মৌটুসী বিশ্বাস। তিনি চলচ্চিত্রে অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এ বিষয়ে মৌটুসী জানান, এতে অভিনয় করতে গেলে অনেক সময় ব্যয় হয়। তাছাড়া পারিবারিক ব্যস্ততা ও নাটকে কাজ করতে গিয়ে চলচ্চিত্রের জন্য সময় বের করতে পারছেন না তিনি। এ কারণে বর্তমানে চলচ্চিত্রের চেয়ে ছোটপর্দার কাজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। মৌটুসী বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেকেই আমাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য উৎসাহ দিচ্ছেন। কিন্তু চলচ্চিত্রের প্রতি আমার ততটা আগ্রহ নেই। কারণ এখানে কাজ করতে গেলে অনেক বেশি সময় এবং শ্রম দিতে হয়, যা আমার জন্য সম্ভব নয়। আমি ছোটপর্দায় কাজ করতে বেশি পছন্দ করি। এ অঙ্গনে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আগামীতেও ছোটপর্দায় নিজের অবস্থান ধরে রাখতে চাই। পাশাপাশি মানসম্পন্ন গল্পের সিনেমা পেলে এবং আমার সিডিউলের সঙ্গে মিলে গেলে মাঝেমধ্যে দুয়েকটা সিনেমাতে অভিনয় করব।’ মৌটুসী বিশ্বাস নভেম্বর মাসের প্রথম দিকে তার নতুন সিনেমা ‘ইউটার্ন’র শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। এটি পরিচালনা করছেন আলভী আহমেদ। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে মৌটুসীর চলচ্চিত্রে অভিষেক ঘটে। তাছাড়া তার অভিনীত রাফায়েলের ‘ছয় নয়’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে মৌটুসী বিশ্বাস ঈদুল আজহার নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এবারের ঈদ উপলক্ষে তিনি হাফ ডজনেরও বেশি নাটকে অভিনয় করবেন।

Comments (0)
Add Comment