ব্যুরো ময়মনসিংহ: ময়মনসিংহে সদরে ঘাগড়া বাড়েরা কলেজের ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ঘাগড়া বাড়েরা কলেজের কর্তৃপক্ষ। ঘাগড়া বাড়েরা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাফর আহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঘাগড়া বাড়েরা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তার সুমী, বাংলা বিভাগের প্রভাষক সৌরভ দত্ত,ইংরেজি প্রভাষক মোতাহার হোসেন, প্রভাষক সাদিয়া আফরিন শিমু,মাহমুদুল হাসানপ্রমূখ সহ কলেজের সহকারী প্রভাষক বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যািক্তবর্গ । বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার সহায়ক বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
এ সময় বক্তরা বলেন, দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই শিক্ষার হার বাড়াতে হবে। শিক্ষার হার বাড়ানোর জন্যই ঘাগড়া বাড়েরা করেজের প্রতিষ্ঠা। ২০১৮ সালই এ কলেজের প্রথম শিক্ষার্থীরা অংশ গ্রহন করছে। তাদের ভাল ফলাফলের আশা করছে কলেজ কমিটি। এ সময়ে শিক্ষার্থীদের ভাল রেজাল্ট করার বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। উক্ত কলেজ থেকে ২৯জন ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষার্থী অংশগ্রহন করছে।