ব্রাহ্মণবাড়িয়া : ময়মনসিংহে বাবা ও তিন ছেলেসহ একই পরিবারের চার জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক কামালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার বিকেল সাড়ে ৩টায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪ এর অপারেশন অফিসার মো. সাইদ ও কোম্পানি কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামালকে আটক করা হয়েছে।
এর আগে ৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর থেকে ঘাতক লালমিয়াকে (৬০) গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
উল্লেখ্য, গত ৩ জুলাই দিনগত রাতে পারিবারিক কলহের জের ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশাটি গ্রামের বিল্লাল হোসেনসহ তার তিন ছেলেকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার ভাই ও ভাতিজারা। এ ঘটনায় ৫ জুলাই নিহত বিল্লালের ছেলে রুবেল বাদী নান্দাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওইদিনই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হারুন ও আকবর নামে দুই জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।