ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যাত্রী নিহত ও সেনা সদস্যসহ ২ জন আহত হয়েছেন। গত কাল ভোর সোয়া ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওড় ট্রেন ময়মনসিংহ স্টেশনে প্রবেশ করার সময় কেওয়াটখালী রেলওয়ে ওভার ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে থাকা ৩ যাত্রী পড়ে যান। এসময় ঘটনাস্থলে অজ্ঞাত (৩০) বছর বয়সী এক যাত্রী নিহত হন। এছাড়া যশোর ক্যান্টনমেন্টে কর্মরত সেনা বাহিনীর সদস্য শাহীনসহ অজ্ঞাত আরেক যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেনাবাহিনীর সদস্য শাহীনকে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোসলেহ্ উদ্দিন জানান- যশোর ক্যান্টনমেন্টের সেনা বাহিনীর সদস্য শাহীন ছুটি কাটাতে আন্তঃনগর হাওড় ট্রেনের ছাদে করে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রৌহা গ্রামের বাড়িতে যাওয়ার সময় কেওয়াটখালী রেলওয়ে ওভার ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় শাহীন সহ তিনজন যাত্রী। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী মারা যায় এবং শাহীনসহ ২জন গুরুতর আহত হন। পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।