ময়মনসিংহে ২য় বারের মত বইমেলার উদ্ধোধন

ময়মনসিংহ প্রতিনিধি: বই মানুষের মনের খোরাক হিসাবে কাজ করে। তাই বই কিনে কেউ দেওলিয়া হয় না। বই মানুষকে সময় কাটানোর হিসাবেও গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। মানুষের জ্ঞান দুই প্রকার । প্রথম হলো বইয়ের জ্ঞান আহরোন করা দ্বিতীয় হলো আল্লাহ প্রদত্ত দান করা। সময়ের চাকা ঘুরে ময়মনসিংহের পৌরসভার উদ্যোগে ২য় বারের মত টাউন হল মাঠে আজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় বই মেলা ২০১৬ শুভ উদ্ধোধন হয়।এবার ৪৬টি স্টলে ২৪ডিসেম্বার থেকে ৩১ডিসেম্বার পযর্ন্ত বই মেলা চলবে। মোট ৮দিন থাকবে এই বই মেলা। পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। আর ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা একেএম তরিকুল আলম, পৌরসভার কান্উসিলার মোঃ নজরুল ইসলাম, জাতীয় গ্রন্থগার এর উপ-পরিচালক শহীদা সুলতানা, মেলা কমিটির পরিচালক শিহাব উদ্দিন ভুইয়াপ্রমূখ সহ বিভিন্ন পৌরসভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন সকল পরিবারের উচিত একটি করে বই কিনে নেওয়ার। সকলেই ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু বইও পড়তে হবে। সকলের সহযোগিতায় এই বইমেলা আরও অগ্রসর হক এই কামনা করেন। প্রতি বছর এই বইমেলার আয়োজন থাকবে বলে আলোচকরা মন্তব্যে করেন।

Comments (0)
Add Comment