ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি: আনন্দ আর উচ্ছাসে পরিপূর্ণ হলো ময়মনসিংহের বিভাগের দুই কোটি মানুষের প্রান। সেই সন্ধীক্ষনে সাংবাদিকদের এক সমাবেশে আত্মপ্রকাশ করলো ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার ক্ষণেই প্রতিষ্ঠিত হলো, শুরু হলো ইতিহাসের সাথে ঐতিহ্য ও গৌরবময় পথচলা। আমরা পেরিয়ে এসেছি একটি বছর। ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৩ অক্টোবর সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তন দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম.ফকরুল আলম বাপ্পী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব নুরে আলম, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন ইনিস্টিটিউট পরিচালক প্রফেসর আজিজ আহমেদ সাদেক রেজা, আনন্দ মোহন কলেজের উপধ্যক্ষ অধ্যাপক ড. গাজী হাসান কামাল। অন্যদিকে ময়মনসিংহ জার্নাল এর প্রাক কাজ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মৌলিক শিক্ষা একাডেমির মহাপরিচালক যুগ্ন সচিব মো: ফজলুর রহমান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফউজে সদস্য, ও ময়মনসিংহ রির্পোটার ইউনিটির সভাপতি দৈনিক আজকের খবর সম্পাদক মো: মোশারফ হোসেন, এমইউজে সদস্য দৈনিক জাহান-এর নির্বাহী সম্পাদক আবুল হাসিম, ময়মনসিংহ সংবাদপত্র শিল্প-মালিক সমিতির সাধারন সম্পাদক দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক,আলোকিত ময়মনসিংহ প্রকাশক আনম ফারুক। অনুষ্ঠানে ময়মনসিংহ প্রতিদিন-এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও প্রকাশক ড. মো: ইদ্রিস খান, আলোকিত ময়মনসিংহ সম্পাদক প্রদীপ ভৌমিক, ময়মনসিংহ সমাচার নির্বাহী সম্পাক আব্দুল হালিম, জাতীয় টিভি ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ মফিজ উদ্দিন, দৈনিক মাটি ও মানুষ বার্তা সম্পাদক বেলাল হোসেন প্রান্ত, সময় টিভি নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম, সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ, সাংবাদিক নাজমুল হুদা মানিক, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান মনির, সাংবাদিক আনোয়ারুল কাদির, সুবর্ণ বাংলার সম্পাদক আরিফ রেওগীর প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Comments (0)
Add Comment