ময়মনসিংহে সেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

মফিজ উদ্দিন, ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শেখ শাহ আলম মাছুমের উদ্যোগে সেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিষ্টি বিতরন ও র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহ জেলায় ও সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য বিভিন্নভাবে প্রচারনা করে যাচ্ছে বাংলাদেশের আপাময় জনতা। দলমত নির্বিশেষে সকলকে অন্যায়ের বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান মহানগর সেচ্ছাসেবক লীগের তরুন এই  নেতা। জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান। তিনি আরও বলেন, বর্তমানে ধর্মে নামে যা চলছে তা আল্লাহর রসুলের ইসলাম নয় কারন সেই ইসলাম শত্রুকে ভাই বানিয়েছিল আর আজ সেই ইসলাম আজ ভাইকে শত্রু বানাচ্ছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে মহানগর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আহবান জানান। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিরাট র‌্যালি শহরের গাঙ্গিনাপার, প্রেস ক্লাব, সি কে ঘোষ রোড হয়ে ধোপাখলা মোড়ে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা নোমান, মো. রনি, আনন্দ মোহন কলেজের ছাত্রলীগ নেতা শাহ সুলতান, মো. শামীম, মো. মনা, শান্ত, দুজর্য়, মো. রাজিব আহম্মেদ, ঈমান আহম্মেদসহ বিভিন্ন আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment